টিপু সুলতান, নন্দীগ্রাম, বগুড়া:

বগুড়ার নন্দীগ্রামে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারি বছরের প্রথমদিন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মাঝে বিনামূল্যে বই বিতরণের মধ্যদিয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়।

উপজেলার বুড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন বুড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি লিটন কুমার চৌহান, বিএনপি নেতা আলাউদ্দিন ও সাবেক ইউপি সদস্য গৌর চন্দ্র প্রমুখ। বছরের প্রথমদিন ছাত্রছাত্রীরা বই হাতে পেয়ে খুব খুশি। স্বাস্থ্যবিধি মেনেই ছাত্রছাত্রীদের মাঝে বই বিতরণ করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে