টিপু সুলতান, নন্দীগ্রাম, বগুড়া:
বগুড়ার নন্দীগ্রামে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারি বছরের প্রথমদিন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মাঝে বিনামূল্যে বই বিতরণের মধ্যদিয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়।
উপজেলার বুড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন বুড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি লিটন কুমার চৌহান, বিএনপি নেতা আলাউদ্দিন ও সাবেক ইউপি সদস্য গৌর চন্দ্র প্রমুখ। বছরের প্রথমদিন ছাত্রছাত্রীরা বই হাতে পেয়ে খুব খুশি। স্বাস্থ্যবিধি মেনেই ছাত্রছাত্রীদের মাঝে বই বিতরণ করা হয়।