ক্রীড়া ডেস্ক:
শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ৯০ রান করে আউট হলেন তামিম ইকবাল। বিশ্ব ফার্নান্দোর বলে থিরিমান্নের হাতে ক্যাচ তুলে দিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১০ রান দূরে থামেন তামিম।
ম্যাচের শুরুতেই ১ উইকেট হারায় টাইগাররা। পরে ১০৬ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ দল। মধ্যাহ্ন বিরতির পর আবারও ব্যাটিংয়ে নেমে দারুণ এগুচ্ছিল টাইগাররা। ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশত তুলে নিয়েছিলেন তরুণ নাজমুল হোসেন শান্ত। তামিম ইকবাল এগুচ্ছিলেন সেঞ্চুরির দিকে। কিন্তু অচমকা এক ভুল শটে ৯০ রানে সেঞ্চুরি মিসের হতাশা নিয়ে ফিরেছেন তামিম।
এ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৫২ রান। উইকেটে আছেন নাজমুল হোসেন শান্ত (৫২) ও মুমিনুল হক সৌরভ (০)।
শ্রীলংকা একাদশ: দিমুথ কুরানারত্নে (অধিনায়ক), লাহিরু থ্রিমান্নে, ওসাদা ফার্নান্দো, পাথুম নিশনাকা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জায়া ডি সিলভা, নিরোশান ডিকওয়েল (উইকেটরক্ষক), ওয়াইন্ডু হাসারাঙ্গা, সুরাঙ্গা লাকমাল, লাহিরু কুমারা এবং বিশ্ব ফার্নাদো।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান, এবাদত হোসেন, তাসকিন আহমেদ এবং আবু জায়েদ।