বৃষ্টি বাধায় অপেক্ষা বাড়িয়েছিল, তবে সাউদাম্পটন টেস্টের শেষদিন খেলা মাঠে গড়িয়েছে। আর ৬০০ উইকেট শিকারে অনন্য উচ্চতায় পৌঁছেছেন জেমস অ্যান্ডারসন। প্রথম পেইসার হিসেবে টেস্টে এই কীর্তি ইংলিশ তারকার।

পঞ্চম দিনে এসে ষষ্ঠ ওভারে এই মাইলস্টোন স্পর্শ করেন অ্যান্ডারসন। পাকিস্তান ক্যাপ্টেন আজহার আলীকে ফেরান দারুন এক ডেলিভারিতে। ম্যাকগ্রার রেকর্ড ৫৬৩ উইকেট ছাড়িয়ে ২০১৮ এর সেপ্টেম্বরে টেস্টের সফলতম পেইসার বনে যান অ্যান্ডারসন। ধারাবাহিকতা রেখে এবার পূর্ণ করলেন ৬০০ উইকেট। লম্বা ক্যারিয়ারে ১৫৬তম ম্যাচে এসে গড়লেন এই কীর্তি। চতুর্থ বোলার হিসেবে ছশোর এলিট ক্লাবে প্রবেশ করেছেন অ্যান্ডারসন।

৮০০ উইকেট নিয়ে সবার ওপরে মুত্তিয়া মুরালিধরন, এরপরে আছেন শেন ওয়ার্ন ও অনিল কুম্বলে। ড্র হয়েছে ইংল্যান্ড-পাকিস্তানের তৃতীয় টেস্ট। তাতে ১-০তে সিরিজ জিতেছে থ্রি লায়ন্স।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে