নিজস্ব প্রতিবেদক :

দেশে করোনায় সংক্রমণের সংখ্যা প্রতিদিনই নতুন উচ্চতায় যাচ্ছে। গেলো ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৬ হাজার ৮৩০ জন, যা এযাবতকালে সর্বোচ্চ। আর মৃত্যু হয়েছে ৫০ জনের।

নতুন রোগীসহ দেশে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬ লাখ ২৪ হাজার ৫৯৪ জনে। আর মোট  মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ১৫৫ জন। গত একদিনে চিকিৎসাধীন আরও ২ হাজার ৪৭৩ জন রোগী সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৫ লাখ ৪৭ হাজার ৪১১ জন।

আজ  শুক্রবার (০২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের ল্যাবগুলোতে ২৯ হাজার ৩৩৯টি নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত দেশে মোট ৪৭ লাখ ২৮ হাজার ১১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনায় করোনাভাইরাস শনাক্তের হার ২৩ দশমিক ২৮ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ৪০ জন ও নারী ১০ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ছয় হাজার ৮৮৭ জন ও নারী দুই হাজার ২৬৮ জন।

বাংলাদেশে গত বছর ৮ই মার্চ করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে