মোংলা প্রতিনিধি :
বাগেরহাটের মোংলায় আওয়ামীলীগের কার্যালায়ে ২০০৪ এর (২১ আগষ্ট) গ্রেনেড হামলায় নিহতের স্বরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মোংলা আওয়ামীলীগের কার্যালয়ে ২১ আগষ্ট শুক্রবার সকাল ১০ টায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুর রহমান। এ সময় তিনি বলেন শান্তিপূর্ণ ভাবে ২০০৪ সালে আজকের এই দিনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বক্তব্যের শেষ পর্যায়ে গ্রেনেড বিস্ফোরণে ঘটনাস্হালে মারাত্মক ভয়াবহ মৃত্যু সহ দিনের আলো মুছে গিয়ে এক ধোঁয়াচ্ছন্ন পরিবেশ সৃষ্টি হয়।
তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত দেহরক্ষী সহ আরো অনেকে নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে মানববলয় দেয়াল তৈরি করে আল্লাহর রহমতে তাকে গ্রেনেডের হাত থেকে রক্ষা করে ছিল। সে সময় আমাদের দলীয় অনেক নেতা কর্মী নিহত হয়ে ছিল।
তিনি আরো বলেন মহামারী করোনার জন্য এ বছর ছোট পরিসরে কর্মসূচি আয়োজন করা হয়েছে।
আলোচনা ও দোয়া মাহাফিলে অন্য অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইব্রাহিম হোসেন,পৌর আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম,পৌর যুবলীগের সাধারন সম্পাদক শেখ আল মামুন,পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মিজান তালুকদার সহ অন্য অন্য নেতাকর্মীবৃন্দ।
আলোচনা শেষে দোয়া মাহাফিলের আয়োজন করা হয়।