কাহালু(বগুড়া), প্রতিনিধিঃ

চট্রগ্রামের পাঁচলাইশ মডেল থানা (সিএমপি) এর এস আই তন্ময় ভুট্রোচার্য সঙ্গীয় ফোর্স সহ বগুড়ার কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম এর কাছে অধিযাচন পত্র দিলে তাদের সঙ্গে কাহালু থানার ফোর্স পাঠিয়ে দেন।

আজ বৃহস্পতিবার বিকেলে চট্রগ্রামের পাঁচলাইশ মডেল থানা (সিএমপি) এর এস আই তন্ময় ভুট্রোচার্য সঙ্গীয় ফোর্স এবং কাহালু থানার ফোর্স  যৌথ ভাবে কাহালু পৌরপাড়ায় অভিযান চালিয়ে ২০ ভরি স্বর্ণ চুরির মামলার আসামী অত্র পাড়ার শফিকুলের পুত্র ফিরোজ (২৫) ও তার স্ত্রী আকলিমা (১৮)কে গ্রেফতার করেছেন।

গত ২৯/০৯/২০২০ইং তারিখে চট্রগ্রামের পাঁচলাইশ আজিম ভিলার স্বত্তাধিকারী আরিফ সোবহানের স্ত্রী সালেহা আকতার বাদী অজ্ঞাতনামা চোর বা চোরের নামে পাঁচলাইশ মডেল থানা (সিএমপি) মামলা দায়ের করেন। মামলা নং-৩৬। ধারা ৪৪৫ ও ৩৮০।

পাঁচলাইশ মডেল থানা (সিএমপি) এর এস আই তন্ময় ভুট্রোচার্য এর সাথে কথা বলা হলে তিনি জানান, আজিম ভিলা কাজ করতো আকলিমা এবং তার স্বামী চট্রগ্রামের বিভিন্ন স্থানে রাজমিস্ত্রীর কাজ করতো। স্বর্ণ চুরি হওয়ার পর থেকে স্বামী স্ত্রী ২ জনই পালিয়ে আসেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে