Dhaka ০৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

২০২৬ ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল লোগো উন্মোচন

  • Reporter Name
  • Update Time : ০২:০৪:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
  • ৪০ Time View

ক্রীড়া ডেস্ক:

২০২৬ সালে ফুটবল বিশ্বকাপের পরবর্তী আসর অনুষ্ঠিত হবে । যৌথভাবে এই আসর আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।

এখনও তিন বছরের বেশি সময় বাকি থাকলেও এরইমধ্যে পরবর্তী বিশ্বকাপের অফিশিয়াল লোগো উন্মোচন করেছে ফিফা।

আজ বৃহস্পতিবার (১৮ মে) জনপ্রিয় ফুটবল ভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, লস অ্যাঞ্জেলসে ফিফা আয়োজিত এক অনুষ্ঠানে এই লোগো উন্মোচন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং দুবারের বিশ্বকাপজয়ী তারকা রোনালদো নাজারিও।

এবারের লোগের সামনে ফুটিয়ে তোলা হয়েছে বিশ্বকাপের বাস্তব চিত্র। আর এর পেছনে গাঢ় করে টুর্নামেন্টের সময় অর্থ্যাৎ ২০২৬ সালকে ফুটিয়ে তোলা হয়েছে। প্রথমবারের মতো বিশ্বকাপের ট্রফি অফিশিয়াল লোগোতে ব্যবহৃত হয়েছে।

লোগো উন্মোচনের সময় ফিফা সভাপতি বলেন, ‘২০২৬ বিশ্বকাপটা অসাধারণ হবে। তিন দেশের আয়োজনে এই বিশ্বকাপ ফিফার জন্যও নতুন এক অভিজ্ঞতা। আমরা অতীতের সব বিশ্বকাপ ইভেন্টগুলোতে ছাড়িয়ে যেতে চাই। সবাইকে ২০২৬ বিশ্বকাপে স্বাগত।

২০২৬ বিশ্বকাপে ১৬টি ভেন্যুর মধ্যে ১১টিই যুক্তরাষ্টে অনুষ্ঠিত হবে। আর বাকি ৫টি ভেন্যুর ৩টি মেক্সিকোতে আর ২টি কানাডায়। বিশ্বকাপ আয়োজনের সম্ভাব্য সময় ধরা হয়েছে জুন-জুলাই মাস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

২০২৬ ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল লোগো উন্মোচন

Update Time : ০২:০৪:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩

ক্রীড়া ডেস্ক:

২০২৬ সালে ফুটবল বিশ্বকাপের পরবর্তী আসর অনুষ্ঠিত হবে । যৌথভাবে এই আসর আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।

এখনও তিন বছরের বেশি সময় বাকি থাকলেও এরইমধ্যে পরবর্তী বিশ্বকাপের অফিশিয়াল লোগো উন্মোচন করেছে ফিফা।

আজ বৃহস্পতিবার (১৮ মে) জনপ্রিয় ফুটবল ভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, লস অ্যাঞ্জেলসে ফিফা আয়োজিত এক অনুষ্ঠানে এই লোগো উন্মোচন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং দুবারের বিশ্বকাপজয়ী তারকা রোনালদো নাজারিও।

এবারের লোগের সামনে ফুটিয়ে তোলা হয়েছে বিশ্বকাপের বাস্তব চিত্র। আর এর পেছনে গাঢ় করে টুর্নামেন্টের সময় অর্থ্যাৎ ২০২৬ সালকে ফুটিয়ে তোলা হয়েছে। প্রথমবারের মতো বিশ্বকাপের ট্রফি অফিশিয়াল লোগোতে ব্যবহৃত হয়েছে।

লোগো উন্মোচনের সময় ফিফা সভাপতি বলেন, ‘২০২৬ বিশ্বকাপটা অসাধারণ হবে। তিন দেশের আয়োজনে এই বিশ্বকাপ ফিফার জন্যও নতুন এক অভিজ্ঞতা। আমরা অতীতের সব বিশ্বকাপ ইভেন্টগুলোতে ছাড়িয়ে যেতে চাই। সবাইকে ২০২৬ বিশ্বকাপে স্বাগত।

২০২৬ বিশ্বকাপে ১৬টি ভেন্যুর মধ্যে ১১টিই যুক্তরাষ্টে অনুষ্ঠিত হবে। আর বাকি ৫টি ভেন্যুর ৩টি মেক্সিকোতে আর ২টি কানাডায়। বিশ্বকাপ আয়োজনের সম্ভাব্য সময় ধরা হয়েছে জুন-জুলাই মাস।