নিজস্ব প্রতিবেদক: করোনা পরিস্থিতির কারণে এ বছর অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট, জেএসসি এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট, জেডিসি পরীক্ষাও হবে না। আজ শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে। পরীক্ষা দুটি বাতিলের প্রস্তাবনা সংক্রান্ত সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর পর তিনি এ বিষয়ে সম্মতি দিয়েছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রস্তাবে প্রধানমন্ত্রী সম্মতি দেয়ার পর বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানায় শিক্ষা মন্ত্রণালয়।
এ বছর সারাদেশে জেএসসি এবং জেডিসি পরীক্ষার্থীর সংখ্যা ছিলো প্রায় ২৫ লাখ। তাদের পরবর্তী ক্লাসে উঠার বিষয়ে কি পদ্ধতি অবলম্বন করা হবে, তা খুঁজে বের করতে ঢাকা বোর্ড, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কে দায়িত্ব দেয়া হয়েছে।
করোনার কারণে গত ১৮ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা-প্রতিষ্ঠান। এখনো পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শিক্ষা-প্রতিষ্ঠানে ছুটি আরেকদফা ৩ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার।
এর আগে পঞ্চম শ্রেণির সমাপনী ও ইবতেদায়ি পরীক্ষা হবে না বলে সিদ্ধান্ত জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।