Dhaka ০৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

১৮ কোটি মানুষের চেষ্টায় ফ্যাসিবাদের পতন হয়েছে : জামায়াত আমির

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৪:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • 29

এটিএম আজহারুল ইসলামের মুক্তিতে শুকরিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, কেউ কেউ বলেন আমার নেতৃত্বে ফ্যাসিবাদের পতন হয়েছে। আমি তা মোটেও মনে করি না। আমার নিজের বা কারো একার প্রচেষ্টায় নয়, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ১৮ কোটি মজলুম মানুষের চেষ্টায় ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে।

বুধবার (২৮ মে) সকালে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে মুক্ত হন।

এ উপলক্ষ্যে শাহবাগ মোড়ে তাৎক্ষণিক মঞ্চ বানিয়ে এটিএম আজহারুল ইসলামকে শুভেচ্ছা ও অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ফ্যাসিবাদের পতনের মূল ক্রেডিট আল্লাহতায়ালার। এরপর জমিনের ক্রেডিট সব জনগণের।

জামায়াত আমির বলেন, আমরা এক থাকবো জাতির প্রয়োজনে ঐক্যবদ্ধ হবো। জাতির প্রয়োজনে সব ষড়যন্ত্র মোকাবিলা করে সামনে এগিয়ে যাবো।

তিনি বলেন, আজকে মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম মুক্তি লাভ করেছেন। তার প্রাথমিক অভিব্যক্তি ব্যক্ত করার জন্য আজকের এ সংক্ষিপ্ত আয়োজন। তার অভিব্যক্তি ও বক্তব্য আমরা আরো বড় পরিসরে শুনবো।

দীর্ঘ ১৪ বছর ঘাড়ের উপর মৃত্যুদণ্ড দিয়ে এটিএম আজহারুল ইসলামের ওপরে জুলুম করা হয়েছে। আল্লাহ তাকে বাঁচিয়েছেন এবং সেই মহান রব আমাদের কাছে তাকে ফিরিয়ে দিয়েছেন এজন্য তিনি আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ।

অভ্যর্থনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি (ভারপ্রাপ্ত) এ টি এম মাসুম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম, ড. হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল, সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন, সেক্রেটারি রেজাউল করিমসহ ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

১৮ কোটি মানুষের চেষ্টায় ফ্যাসিবাদের পতন হয়েছে : জামায়াত আমির

Update Time : ০৫:৩৪:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

এটিএম আজহারুল ইসলামের মুক্তিতে শুকরিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, কেউ কেউ বলেন আমার নেতৃত্বে ফ্যাসিবাদের পতন হয়েছে। আমি তা মোটেও মনে করি না। আমার নিজের বা কারো একার প্রচেষ্টায় নয়, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ১৮ কোটি মজলুম মানুষের চেষ্টায় ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে।

বুধবার (২৮ মে) সকালে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে মুক্ত হন।

এ উপলক্ষ্যে শাহবাগ মোড়ে তাৎক্ষণিক মঞ্চ বানিয়ে এটিএম আজহারুল ইসলামকে শুভেচ্ছা ও অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ফ্যাসিবাদের পতনের মূল ক্রেডিট আল্লাহতায়ালার। এরপর জমিনের ক্রেডিট সব জনগণের।

জামায়াত আমির বলেন, আমরা এক থাকবো জাতির প্রয়োজনে ঐক্যবদ্ধ হবো। জাতির প্রয়োজনে সব ষড়যন্ত্র মোকাবিলা করে সামনে এগিয়ে যাবো।

তিনি বলেন, আজকে মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম মুক্তি লাভ করেছেন। তার প্রাথমিক অভিব্যক্তি ব্যক্ত করার জন্য আজকের এ সংক্ষিপ্ত আয়োজন। তার অভিব্যক্তি ও বক্তব্য আমরা আরো বড় পরিসরে শুনবো।

দীর্ঘ ১৪ বছর ঘাড়ের উপর মৃত্যুদণ্ড দিয়ে এটিএম আজহারুল ইসলামের ওপরে জুলুম করা হয়েছে। আল্লাহ তাকে বাঁচিয়েছেন এবং সেই মহান রব আমাদের কাছে তাকে ফিরিয়ে দিয়েছেন এজন্য তিনি আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ।

অভ্যর্থনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি (ভারপ্রাপ্ত) এ টি এম মাসুম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম, ড. হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল, সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন, সেক্রেটারি রেজাউল করিমসহ ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতারা।