মহীতোষ গায়েন, মফস্বল সম্পাদক:
আগামী ১৬ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গের সব স্কুল, কলেজ,বিশ্ববিদ্যালয় খোলার জন্য মুখ্যসচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ উত্তরকন্যায় এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি। আজ বিকেলেই জারি হতে পারে নির্দেশিকা।
তবে প্রাথমিক ও পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য এই নির্দেশিকা বলবৎ নয়। তবে খোলার আগে পরিষ্কার পরিচ্ছন্ন ও স্যানিটাইজেশন করে তবেই স্কুল ও কলেজ কতৃপক্ষকে খোলার প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এবং ক্লাস চালু ও উপস্থিতি নির্ধারণ করতে হবে সম্পূর্ণ কোভিড প্রোটোকল মেনে,উল্লেখ্য দীর্ঘ ২০ মাস পর স্কুল ও কলেজ খোলার সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার। এই সিদ্ধান্ত নিয়ে শিক্ষাবিদ ও স্বাস্থ্য বিশেষজ্ঞ, অভিভাবক ও রাজ্যবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।বহু অভিভাবক বলছেন,আগে উক্ত ছাত্রছাত্রীদের সম্পূর্ণ টীকাকরণ ও পরিবহন ব্যবস্থা তথা লোকাল ট্রেন ও বাস ,অটো পর্যাপ্ত চালু করতে হবে।শিক্ষাবিদদের অনেকেই মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন,আবার অনেকে বলছেন পুজোর পর করোনা সংক্রমণ যেহেতু ঊর্ধ্বমুখী তাই আর কিছুদিন অপেক্ষা করে ২জানুয়ারি ,২০২২থেকে স্কুল খুললে রাজ্যবাসীর মঙ্গলই হোত।