স্বাগতা অধিকারী, বিশেষ প্রতিনিধি, কলকাতা:

বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মেনে আগামী ১৫ জুন থেকে পোস্তা উড়ালপুল ভাঙার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

বুধবার প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন ফিরহাদ হাকিম জানিয়েছেন, চার দফায় এই উড়ালপুল ভাঙা হবে।

২০১৬ সালের ৩১ মার্চ গণেশ টকিজের কাছে নির্মীয়মাণ পোস্তা উড়ালপুলের একাংশ ভেঙে পড়ে। মৃত্যু হয় ২৮ জনের। ভেঙে পড়া উড়ালপুলের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মুখ্যসচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছিলেন।

উড়ালপুলের একাংশ ভেঙে যাওয়ার পর খড়গপুর আইআইটি’র বিশেষজ্ঞরা পোস্তা উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা করে রিপোর্ট দেন। কিন্তু সেই রিপোর্টে মতামত স্পষ্ট না থাকায় সরকার সেতু বিশেষজ্ঞ ভি কে রায়নাকে দায়িত্ব দেয়। তিনি গতবছরই এই উড়ালপুল ভেঙে ফেলার পরামর্শ দেন। তার দেওয়া পরামর্শকে গুরুত্ব দিয়ে পোস্তা উড়ালপুল ভাঙার কাজে নামছে সরকার। রেলের সংস্থা রাইটস- এর তত্ত্বাবধানে এই কাজ শুরু হবে। উড়ালপুল ভাঙার সময় যাতে কোনও দুর্ঘটনা না ঘটে তা গুরুত্ব দিয়ে দেখা হবে বলে জানান ফিরহাদ হাকিম।

সরকারি তরফে ব্যবসায়ীদের আশ্বস্ত করা হয় যে, উড়ালপুল ভাঙার সময় তাদের নিরাপত্তার দিকটি গুরুত্ব দিয়ে দেখা হবে। মূলত রাতের দিকে বিজ্ঞানসম্মতভাবে এই কাজ হবে। প্রথম দফায় ৪৫ দিন ধরে হাওড়া সেতুর মুখ থেকে পোস্তা মোড় পর্যন্ত অংশ ভাঙার কাজ চলবে এবং ধাপে ধাপে এই উড়ালপুলের বাকি অংশ ভাঙা হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে