নিজস্ব প্রতিবেদক:
১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের দেয়া হবে করোনার টিকা। এ ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ নেয়া হয়েছে।
এছাড়া আবারো বিশেষ কর্মসূচির মাধ্যমে একসঙ্গে অনেক মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। আজ (রোববার) দুুপুরে রাজধানীতে সংবাদ সম্মেলনে এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই ১২ কোটি মানুষের দুই ডোজ করে টিকা দেয়া সম্পন্ন হবে বলেও জানান তিনি।
দেশে এবছরের জানুয়ারি থেকে করোনার টিকা দেয়া শুরু হয়। এ পর্যন্ত ৫ কোটি ৪১ লাখ মানুষকে করোনার দ্বিতীয় ডোজ টিকা দেয়া শেষ হয়েছে। দেশে মোট টিকা এসেছে ৭ কোটি ২২ লাখ। এখন মজুদ আছে ১ কোটি ৮১ লাখ। রোববার দুুপুরে রাজধানীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জনসে কোভিড নাইনটিন বিষয়ক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এসময় তিনি বলেন, শিশুদের টিকা দয়ার বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে আলোচনা হয়েছে। তারা শিশুদের ফাইজার ও মর্ডানার টিকা দেয়ার পরামর্শ দিয়েছে। শিগগিরি শিশুদের ফাইজারের টিকা দেয়া শুরু হবে।
তিনি আরো জানান, বর্তমানে ৪ থেকে ৬ লাখ মানুষকে প্রতিদিন টিকা দেয়া হচ্ছে। যা বাড়িয়ে ১০ থেকে ১৫ লাখ করা হবে। নেয়া হবে বিশেষ কর্মসূচি। দেশে যাতে করোনার টিকা উৎপাদন করা যায়, সে বিষয়েও আলোচনা চলছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।