নিজস্ব প্রতিবেদক :
করোনাকালীন কঠোর বিধি-নিষেধের কারণে গতকাল বুধবার সীমিত আকারে উদযাপন করা হলো, ‘হ্যালো কুড়িগ্রাম, হামার ২০গ্রাম’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক নোয়াখালী প্রতিদিন সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল আনোয়ার, কুড়িগ্রাম সোসাইটি ঢাকা’র সাধারণ সম্পাদক ও পরামর্শক ‘হ্যালো কুড়িগ্রাম, হামার ২০গ্রাম’-এর আশরাফুল আলম চিশতী (শাহীন), কুড়িগ্রাম উন্নয়ন সংগ্রাম পরিষদ-এর আহবায়ক ও ‘হ্যালো কুড়িগ্রাম, হামার ২০গ্রাম’ এর উপস্থাপক মোঃ আখতারুজ্জামান আসিফসহ অন্যান্য অতিথিবৃন্দ।