ক্রীড়া প্রতিবেদক:
স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচে আজ মুখোমুখি হবে বাংলাদেশ।
প্রথম ম্যাচে পরাজয়ের কারণে সিরিজে পিছিয়ে রয়েছে সাকিব আল হাসানের দল। শেষ ম্যাচে জয় নিয়ে সিরিজে সমতা ফেরাতে চায় টাইগাররা। দলে আসতে পারে কয়েকটি পরিবর্তন। অন্যদিকে, জয়ের ধারা ধরে রেখে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করতে চায় ওয়েস্ট ইন্ডিজ। সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ (শুক্রবার) রাত ৮টায় ম্যাচটি শুরু হবে।
চলতি বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডের মাটিতে সবশেষ টেস্ট জয়ের স্বাদ পেয়েছিলো বাংলাদেশ। এরপর আর সাদা পোশাকে উজ্জ্বল হয়ে উঠতে পারেনি ডমিঙ্গোর শিষ্যরা। গত ছয় মাসে ছয়টি টেস্ট খেলে ৫টিতেই হেরেছে বাংলাদেশ। একটিতে সন্তুষ্ট থাকতে হয়েছে ড্র নিয়ে।
ঘরের মাটিতে বরাবরই শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে নিজেদের মাঠে ৯ টেস্টের ৬টিতে বিজয়ের হাসি হেসেছে ক্যারিবিয়রা। আর বাংলাদেশ জিতেছে দুইবার।
সেন্ট লুসিয়ায় স্বাগতিকদের বিপক্ষে এর আগে দু’বার মুখোমুখি হয়েছে টিম বাংলাদেশ। যার একটিতে হারের স্বাদ পেতে হয়েছে, অন্যটি ড্র হয়েছিলো।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বড় ব্যবধানে হারের পর শেষ ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া সাকিব আল হাসানের দল। সেন্ট লুসিয়ায় টাইগার একাদশে আসতে পারে বেশ কিছু পরিবর্তন। অফ ফর্মে থাকা মুমিনুল-শান্তের পরিবর্তে একাদশে দেখা যেতে পারে মোসাদ্দেক ও বিজয়কে। পেস শক্তি বাড়াতে দলের সাথে যোগ দিয়েছেন শরীফুল ইসলাম। সুযোগ পেলে ভালো কিছু করার অপেক্ষায় এনামুল হক বিজয়।
এদিকে, টেস্ট সিরিজে এগিয়ে থাকায় বেশ ফুরফুরে মেজাজে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শেষ ম্যাচেও জয় নিয়ে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করতে চায় ক্যারিবিয়রা।