ক্রীড়া ডেস্ক:

আগের দুই ওয়ানডেতে ৩০৩ আর ২৯০ রানের পুঁজি নিয়েও পারেনি বাংলাদেশ। তবে এবার ২৫৬ রানের সংগ্রহ নিয়েই স্বস্তির জয় পেয়েছে বাংলাদেশ।

সিরিজ আগেই হাতছাড়া হয়ে গেছে। তবে শেষ ওয়ানডেটিও বাংলাদেশের জন্য কঠিন পরীক্ষার। কেননা হারলেই হোয়াইট ওয়াশ হওয়ার লজ্জায় পড়তে হতো। এমন এক ম্যাচে এসে অবশেষে জ্বলে উঠলো টাইগার বাহিনী। জিম্বাবুয়েকে রীতিমত বিধ্বস্ত করে ১০৫ রানের জয় তুলে নিলো তামিম ইকবালের দল।

প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৫৬ রান তুলেছিল বাংলাদেশ। জবাবে ৩২.২ ওভারে ১৫১ রানে গুটিয়ে গেছে জিম্বাবুয়ে। স্বাগতিক দলের এই রানও হয়েছে শেষ উইকেট জুটির কল্যাণে। ৮৩ রানে ৯ উইকেট হারানোর পর এনগারাভা আর নিয়াচি যোগ করেন ৫৮ বলে ৬৮ রান।

শেষ ম্যাচে হাসলেও তিক্ত স্মৃতির এক সফর হলো বাংলাদেশের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা ১-২ ব্যবধানে হেরেছে। এর আগে টি-টোয়েন্টি সিরিজেও একই ব্যবধানে পরাজিত হয়েছিল সফরকারী দল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে