তপনকান্তি মণ্ডল, বিশেষ প্রতিনিধি, দক্ষিণ চব্বিশ পরগণা:
বাসন্তী থানার হোগল নদীতে তলিয়ে গেল নদী-বাঁধের ২৯ টি পরিবারের ঘরবাড়ি। ঘটনাটি ঘটেছে রাধাবল্লভপুর গ্ৰামে শুক্রবার ভোরে।
গভীর রাতে এই ঘটনা ঘটলে অনেক প্রাণহানির আশঙ্কা ছিল, সেদিক থেকে কোন বড়সড় প্রাণহানিকর দুর্ঘটনার হাত থেকে মানুষ রক্ষা পেয়েছে।
সাধারণ মানুষের মানুষের অভিযোগ যে, দীর্ঘদিন ধরে নদী বাঁধ মেরামতের দাবি জানালেও সেচ দপ্তর বা সরকার পক্ষ কোন ব্যবস্থা নেয় নি। ফলে গরীব মানুষগুলো এখন অসহায় হয়ে পড়ল। ঘটনার খবর পেয়ে স্থানীয় তৃণমূল নেতা মন্টু গাজী ক্ষতিগ্ৰস্ত পরিবারগুলির পাশে দাঁড়িয়ে সহযোগিতার আশ্বাস দেন। আনসার শেখ, রহিমা মণ্ডল, অজয় দাস, সফিকুল মল্লিক, আজাহারুল লস্কর সহ অন্যান্য পরিবার ক্ষতিগ্ৰস্ত হয়।
বাসন্তীর বিডিও সৌগত সাহা সাধারণের অভিযোগ অস্বীকার করে জানান যে, শক্ত পোক্ত নদী বাঁধ মেরামতের জন্য পর্যাপ্ত পরিমাণ অর্থ বরাদ্দ আছে। কিন্তু নদী দখল করে অবৈধ ভাবে বসবাসকারীদের অন্যত্র সরে যেতে বললে তারা নদী বাঁধ ছাড়তে চায়নি । ফলে এই দুর্ঘটনার দায় সরকারের নয়। তবে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ত্রাণ ও অস্থায়ী পুনর্বাসনের যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন।