রাজশাহী প্রতিনিধি :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ(আরএমপি)র কাশিয়াডাঙ্গা থানার অভিযানে ১০০ (একশ) গ্রাম হেরোইন ও ২০০ (দুইশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল রাত্রি ৮টা ১০মিনিটের সময় কাশিয়াডাঙ্গা থানাধীন হড়গ্রাম টুলটুলিপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী শামীম (৩৬)। তিনি রাজপাড়া থানাধীন লক্ষীপুর ভাটাপাড়া কাদের মন্ডলের মোড় এলাকার ইনসান আলীর ছেলে বলে নিশ্চিত করেছেন কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি এম এম মাসুদ পারভেজ।
ওসি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি কাশিয়াডাঙ্গা থানাধীন হড়গ্রাম টুলটুলিপাড়া এলাকায় রাজপাড়া থানা এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম ইয়াবা ও হেরোইন নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে রাত্রী ০৮.১০ ঘটিকায় কাশিয়াডাঙ্গা জোনের (এসি) জনাব উৎপল কুমার চৌধুরীর সার্বিক তত্বাবধানে কাশিয়াডাঙ্গা থানার এসআই (নিঃ)/মোঃ তাজউদ্দিন আহমেদ, কাশিয়াডাঙ্গা পুলিশ বক্স এর ইনচার্জ, টিএসআই/মোঃ মনিরুল ইসলাম সঙ্গীয় অফিসার /ফোর্সসহ অভিযান পরিচালনা করে রাজশাহীর শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম (৩৬)কে ১০০ (একশ) গ্রাম হেরোইন ও ২০০ (দুইশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।তার বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বিভিন্ন থানায় ০৮ (আট) টি মাদকের মামলা রয়েছে। উক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।