সোহেল রানা,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
বাংলাদেশ হেফাজতে ইসলামের ডাকা হরতালের বিরুদ্ধে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামীলীগ।
রোববার দুপুরে শহরের শহীদ মিনার এলাকার দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিন করে। পরে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মনজু, আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ, যুবলীগ নেতা আনিছুর রহমান চাঁদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সাজুসহ নেতাকর্মীরা।
সমাবেশে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু বলেন, দেশ যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাচ্ছে তখন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের বিরুদ্ধে স্বড়যন্ত্র শুরু হয়েছে। ঐক্যবদ্ধ থেকে সে ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা দেন তিনি।