হৃদয়ে আছো তুমি
–রাজ কালাম
সত্যি করে বলবে আমি তোমার কে?
তুমি আমার চৈত্রের প্রখর খরার
মাঝে এক পশলা বৃষ্টি,
তুমি আমার আঁধার রাতের জ্যোৎস্না,
তুমি আমার নৌকা ডুবির পর
হঠাৎ খুঁজে পাওয়া মোহনা,
তুমি আমার জীবনের সকল
আবিষ্কারের মধ্যে সেরা সৃষ্টি।
তোমার কাছে আমার অবস্থান?
আমার শয়নে তুমি, স্বপনে তুমি,
নিঃশ্বাসে তুমি,বিশ্বাসে তুমি,
আমার হৃদয়ে আছো তুমি,
আমার সমস্ত অস্তিত্ব জুড়ে তুমি।