নিজস্ব সংবাদদাতা: বিএনপি দলীয় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) হারুনুর রশিদ এবং কুয়েতে গ্রেপ্তার সংসদ সদস্য পাপুলের পদ কেনবাতিল হবে না- জানতে চেয়ে আলাদা রুল জারি করেছেন হাইকোর্ট।
আজ (মঙ্গলবার) জনস্বার্থে দায়ের করা একটি রিটেরশুনানি নিয়ে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতিএ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টবেঞ্চ এই রুল জারি করেন।
এমপি হারুন একটি দুর্নীতি মামলায় পাঁচ বছরসাজাপ্রাপ্ত আসামী বলে জানা গেছে। গত বছরঅক্টোবরে শুল্কমুক্ত গাড়ি আমদানি সুবিধা নিয়েপরবর্তীতে তা বিক্রি করে শুল্ক ফাঁকির অভিযোগেবিএনপির সংসদ সদস্য হারুন অর রশীদকে পাঁচবছরের কারাদন্ড দেয় আদালত।
একইসঙ্গে তাকে ৫০ লাখ টাকা অর্থদন্ড করা হয়।অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড দেন আদালত।ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখনাজমুল আলম ৪০৯ ধারায় এ রায় দেন।
অন্যদিকে মানবপাচার, মানি লন্ডারিং, ঘুষ প্রদানেরমত অভিযোগে কুয়েতে গ্রেপ্তার সংসদ সদস্য পাপুলেরপদ কেন বাতিল হবে না- জানতে চেয়ে রুল জারিকরেছেন হাইকোর্ট।
বর্তমানে কুয়েতের কারাগারে বন্দী আছেনবাংলাদেশের এমপি শহীদ ইসলাম পাপুল। এমনঅবস্থায় এই রুল জারি করলেন হাইকোর্ট।
সম্প্রতি কুয়েতে অর্থ ও মানবপাচারের অভিযোগেআটক বাংলাদেশি সংসদ সদস্য কাজী শহীদুলইসলাম পাপুল ও তার সহযোগীর জামিন আবেদননাকচ করে দেশটির একটি আদালত। আটদিনব্যাপীজিজ্ঞাসাবাদের পর পুলিশ ৭ শীর্ষ কর্মকর্তাসহ তিনসরকারি কর্মকর্তার সংশ্লিষ্টতা পায় বলে জানিয়েছেদেশটির গণমাধ্যম আরব টাইমস অনলাইন। ওইকর্মকর্তারা ঘুষ এবং উপহারের বিনিময়ে তাকে বিশেষসুবিধা দিয়েছিল বলে জানানো হয়েছে।
কাজী পাপুলের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিয়েছেন ১১প্রবাসী বাংলাদেশি। তাদের অভিযোগ, ভিসা ওআকামা নবায়নের নামে তাদের কাছ থেকে অর্থনিয়েছিল কাজী পাপুল।
সুত্রের বরাত দিয়ে আরব টাইমস জানিয়েছে, তিনিসম্প্রতি বিভিন্ন দেশের কয়েকটি ব্যাংকে কয়েক লাখকুয়েতি দিনার হস্তান্তর করেছেন। অর্থ ও মানবপাচারেরমামলায় নাম উঠে আসার পর কর্মকর্তাদের মোটাঅঙ্কের ঘুষ দেন তিনি।