হারিয়ে যাওয়া
শ্রী রাজীব দত্ত
জীবন থেকে হারিয়ে যায় মধুর স্মৃতি
হারিয়ে গিয়েও পাওয়া যায় কিছু আলাপন
সুখ নামক নৌকোটা যখন প্রয়োজন
দুঃখ নামের নদী, মুখ ফিরায়ে প্রতিক্ষণ ।
ভাঙতে ভাঙতে একদিন ভাঙ্গা হবে শেষ
শূন্যস্থান থাকবে পড়ে, থাকবে সর্বহারার বেস।
যদিও একা এই জীবনে
প্রতিটা মুহূর্তে নতুন করে বাঁচি
সূর্যাস্তের সাথে সাথে
নতুন ভোরের আশায় থাকি।
ভাঙাচোরা মন থেকে জন্ম নেয় ভালোবাসা
মৃতজীবী মনটাও দেখে বাঁচার আশা
বসে থাকা একান্ত নিরালায়
কোন দক্ষিণ জানালায়।
হারিয়ে যাওয়া পরিচিত শৈশব
হারিয়ে যাওয়া কৈশোর, যৌবন
বিদায়বেলায় রজনী সুরে
ফিরে পেতে চাই হারিয়ে যাওয়া উত্থান।