সারোয়ার জাহান বিপ্লব, পবা-থানা প্রতিনিধিঃ
অফিসার্স ইনচার্জ, পবা- থানা, আরএমপি, রাজশাহী। (ওসি) জনাব শেখ মোঃ গোলাম মোস্তফা।
ওসি গোলাম মোস্তফার দিকনির্দেশনায় তথ্য প্রযুক্তির সহায়তায়, পবা থানা পুলিশ হারানো মোবাইল উদ্ধার করে।
ওসি’র অফিস রুমে আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকের হাতে মোবাইল ফোনটি তুলে দেন। ওসি গোলাম মোস্তফা।
হারানো ফোনটি ফিরে পেয়ে উচ্ছাসিতো মোবাইল মালিক।
ইতিপুর্বেও একাধিক হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফেরত দিয়ে,থানা পুলিশ প্রশংসিত হয়েছেন।