রিমা সামন্ত, বিশেষ প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুরঃ

দাসপুর ১ ব্লকের হাট সড়বেড়িয়া ড বি. সি রায় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাধ্যমিকে কৃতি ছাত্র-ছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে মুখ্যমন্ত্রীর পাঠানো শুভেচ্ছা বার্তা প্রদান করা হল।

এই শুভেচ্ছা বার্তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনীল ভৌমিক , বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দাবন ঘটক,সহ অন্যান্য শিক্ষক এবং কর্মচারীবৃন্দ। সুনীল ভৌমিক বলেন, করোনা পরিস্থিতিতে পরীক্ষা এবং ফলপ্রকাশ তাই শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের জন্যই ব্লকের সমস্ত কৃতি ছাত্র-ছাত্রীদের বাড়িতে গিয়ে গিয়ে মুখ্যমন্ত্রীর পাঠানো শুভেচ্ছা বার্তা তুলে দিচ্ছেন।

ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দাবনবাবু জানান তাঁদের বিদ্যালয়ের ৩ জন ছাত্রী এবছর মাধ্যমিকে সেরা ১০- এ এসেছে। তিনি বলেন তাঁদের বিদ্যালয়ের দুই ছাত্রী মালা হাজরা ও শ্রেয়া মাজী ৬৯০ পেয়ে পশ্চিমবঙ্গের মধ্যে অষ্টম স্থান অধিকার করেছে এবং তিনি আরও জানান,৬৮৮ পেয়ে দশম হয়েছে তাঁদের বিদ্যালয়ের অনন্যা শাসমল। তিনি জানান বিদ্যালয়ের এই কৃতি শিক্ষার্থীদের হাতে ফুলের তোড়া, মিষ্টির প্যাকেট এবং মুখ্যমন্ত্রী পাঠানো শুভেচ্ছা বার্তা তুলে দেওয়া হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে