হল্লাবোল
মহীতোষ গায়েন
তোমরা সবাই ভালো থেকো
সুখের বৃষ্টি আনতে যাচ্ছি…
দরজা খিল দিয়ে বন্ধ রেখ,
বাইরে ভয়ঙ্কর ঝড় বইছে।
বৃষ্টি বাতাসে খেলছে দুষ্টুরা
খেলা শেষে ওরা একসাথে
মানুষের জন্য কাজ করবে,
এখন অসময়,দুষ্টুরা বেপাত্তা।
দরজা খুলছে না,ভেতরে শব্দ,
হাতে সুখের বৃষ্টি,কারা চুপিচুপি
তালা মেরে গেছে সমস্ত বিবেকে
চারিদিকে শুধু হল্লাবোলের শব্দ।