সাইমন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুর পাড় থেকে মোফাজ্জুল হোসেন (২২) নামে নৈশ্য প্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

৩১ মার্চ (বুধবার) সকালে এ ঘটনা ঘটলে এলাকাবাসী হরিপুর থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ এসে লাশ উদ্ধার করে এসময় লাশের পাশে থাকা একটি মদের বোতল ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার পাওয়া যায়।

নিহত মোফাজ্জুল হোসেন (২২) উপজেলার ৩নং বকুয়া ইউনিয়নের সিংহারী (চরভিটা) গ্রামের আমির হোসেন এর ছেলে এবং চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ্য প্রহরী।

হরিপুর থানার অফিসার ইনচার্জ এস আরওঙ্গজেব বলেন খবর পেয়ে বুধবার সকাল ৯টার দিকে উপজেলার চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুর পাড় থেকে মোফাজ্জুল হোসেন (২২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করি এবং লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে মৃত্যুর ঘটনার রহস্য উদঘাটনের জন্য চেষ্টা চালানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আসল রহস্য জানা যাবে এটা হত্যা না স্বাভাবিক মৃত্যু।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে