সাইমন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইট ভাটার জন্য পুকুরের মাটি খনন করার সময় কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে।
১৫ এপ্রিল (বৃহস্পতিবার) হরিপুর উপজেলার ২ নং আমগাঁও ইউনিয়নের (জামুন কুমারপাড়া) গ্রামের পূর্বপাশ্বে আগুন গোয়া পুকুরের মাটি খনন করে ইট ভাটায় মাটি নিয়ে যাওয়ার সময় ট্রলির মাটিতে এই মূর্তি দেখতে পায় যায়।
এ বিষয়ে পুকুর মালিক জগেন বর্মন বলেন,বিষয়টি আমি শুনেছি মাটি খননের সময় মুর্তিটি পাওয়া গেছে তরে সেটি থানা পুলিশের কাছে জমা দেয়া হবে৷
স্থানীয় ইউপি চেয়ারম্যান পাভেল তালুকদার বলেন, মাটি খননের সময় ওই মূর্তি পাওয়া গেলে পুলিশকে আমি জানাই তারা মূর্তি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে স্থানীয় লোকজন জানায় যে,গত বুধবার পুকুরে ইটভাটার মাটি খননের সময় মূর্তিটি আগুন খোয়া পুকুর থেকে হবিবর রহমানের ইটভাটার মাটির সাথে চলে আসে এবং আজ বৃহস্পতিবারে বিষয়টি জানাজানি হয়৷
হরিপুর থানার অফিসার ইনচার্জ এস এম আওরঙ্গজেবের বলেন মুঠোফোনে খবর পাওয়ার পর আমরা ঘটনা স্থানে যাই এবং মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসি জেলা প্রশাসক মহোদয়ের সহয়োগীতায় এটি রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হবে।