রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয় মেনগেট সংলগ্ন হযরত মতিশাহ্ মাজার প্রাঙ্গণে কবর খনন কমিটির সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সাবেক ছাত্রনেতা, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নাঈমুল হুদা রানা।
তিনি বলেন রাজশাহী বাসীর ভাগ্য পরিবর্তনে মেয়র লিটন ভাইয়ের পরিবার প্রায় ১০০(একশত)বছর ধরে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।
মেয়র লিটন ভাইয়ের দাদার বাবা হাজী লাল মোহাম্মদ,দাদা আব্দুল হামিদ, ও পিতা কামরুজ্জামান হেনা।
সেই ধারাবাহিকতায় এখনও রাজশাহীর মানুষের ভাগ্যের উন্নয়ন,ও রাজশাহীর দৃশ্যপট পরিবর্তনের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন।রাজশাহীর অভিভাবক মেয়র লিটন ভাইও সহধর্মিণী নগর মাতা ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আক্তার রেনি, এবং সুযোগ্য কন্যা অর্না জামান।
তিনি রাজশাহীর অভিভাবক, নগর পিতার পরিবারের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য এ, কে ,এম জুয়েল জামান,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাশিদুল হক রশিদ,২৮নং পূর্ব ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ২৮ নং ওয়ার্ড পশ্চিম আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলি কাজল।
হজরত মতিশাহ্ মাজার কমিটির সাধারণ সম্পাদক আনোয়ারসহ আরোও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নেতৃবৃন্দ।