ক্রীড়া ডেস্ক:

হঠাৎ করেই ঘোষণাটা দিলেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

তিনি বলেন, আফগানিস্তানের বিপক্ষে গতকালের ম্যাচই ছিল আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ। আমি আর আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে খেলবো না। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তামিম।

দেশ সেরা এই ওপেনার বলেন, হুট করে আমি এই সিদ্ধান্ত নেইনি। গত কয়েকদিন চিন্তাভাবনার পরেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। বিষয়টি নিয়ে আমি আমার পরিবারের সাথেও কথা বলেছি। আমার মনে হয়েছে বিদায় বলার এটাই সঠিক সময়।

গত বছর ১৬ জুলাই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন ৩৪ বছর বয়সী তামিম। এবার ওয়ানডে ও টেস্ট থেকেও অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের সর্বকালের সেরা ওপেনার।

আন্তর্জাতিক ক্রিকেটের ১৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারের জন্য তামিম ধন্যবাদ দিয়েছেন সতীর্থ, কোচ, বিসিবি, পরিবার ও সমর্থকদের, ‘ক্যারিয়ারের এই দীর্ঘ পথচলায় আমার সব সতীর্থ, সব কোচ, বিসিবির কর্মকর্তাগণ, আমার পরিবার ও যাঁরা আমার পাশে ছিলেন, নানাভাবে সহায়তা করেছেন, ভরসা রেখেছেন এবং আমার ভক্ত-সমর্থক, বাংলাদেশ ক্রিকেটের অনুসারী, সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনাদের সবার অবদান ও ভালোবাসায় আমি চেষ্টা করেছি সব সময় দেশের জন্য নিজের সবটুকু উজাড় করে দিতে।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে