Dhaka ১২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

হজযাত্রীদের সেবায় বিশেষ অ্যাপ উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

  • Reporter Name
  • Update Time : ০৬:২২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
  • ১৭ Time View

পবিত্র হজ পালন নির্বিঘ্ন ও সহজতর করতে চলতি বছর হজযাত্রীদের সেবায় আধুনিক প্রযুক্তি নির্ভর একটি বিশেষ মোবাইল অ্যাপ চালু করতে যাচ্ছে সরকার। অ্যাপটির নাম রাখা হয়েছে ‘লাব্বাইক’।

আগামীকাল সোমবার (২৮ এপ্রিল) বিকেল ৪টায় নিজ বাসভবন যমুনায় নতুন এ সেবাটির উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এদিন হজ প্রি-পেইড কার্ড ও মোবাইল ফোনে রোমিং সুবিধাও চালু করা হবে হজযাত্রীদের জন্য।

রোববার (২৭ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে এ তথ্য। মন্ত্রণালয়ের উপ-সচিব মামুন আল ফারুক গণমাধ্যমকে জানান, পবিত্র হজ পালনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন হজযাত্রীরা। এ সমস্যা নিরসন ও বাংলাদেশিদের জন্য হজের অভিজ্ঞতাকে আরও সহজ করার জন্য ‘লাব্বাইক’ অ্যাপের পাশাপাশি প্রিপেইড কার্ড চালু এবং রোমিং সুবিধা চালুর পদক্ষেপ নিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

সূত্রমতে, কোনো হজযাত্রী হারিয়ে গেলে বা গুরুতর অসুস্থ হলে কিংবা বিপদে পড়লে জরুরি মুহুর্তে এই ‘লাব্বাইক’ অ্যাপ থেকে এসওএস (সেভ আওয়ার সোলস) বাটনে ক্লিক করলে তাকে উদ্ধারে বা সহায়তা করতে পৌঁছে যাবে সাপোর্ট টিম। অ্যাপটি ব্যবহার করে লোকেশন ট্র্যাকিংয়ের মাধ্যমে হজযাত্রীরা গুগল ম্যাপে নিজেদের বা দলের অন্যান্য সদস্যদের অবস্থান নির্ণয় করতে পারবেন।

নামাজের সময়সূচি ও আবহাওয়ার পূর্বাভাসও জানা যাবে এই অ্যাপের মাধ্যমে। এছাড়া, ফ্লাইটের বিস্তারিত তথ্য যেমন ফ্লাইট কোড, বোর্ডিং টাইম, ডিপারচার ও অ্যারাইভাল টাইম, লাগেজের ওজনসীমা ইত্যাদিও জানতে পারবেন হজযাত্রীরা।

পাশাপাশি দৈনিক হজ সিডিউল, আবাসন তথ্য যেমন হোটেলের নাম, ঠিকানা, দূরত্ব, ছবি, ভিডিও, চেক-ইন বা চেক-আউট তারিখ ইত্যাদি জানা যাবে এ অ্যাপ থেকে।

নতুন অ্যাপটির মাধ্যমে পরিবারের সদস্যরাও তাদের হজযাত্রীকে ট্র্যাকিং করতে পারবেন। এছাড়াও মিনা-আরাফার তাবুর লোকেশন ট্র্যাকিং; হজ প্রি-পেইড কার্ডের ব্যালেন্স; ডিজিটাল স্বাস্থ্য প্রোফাইল তথ্য ও সার্বক্ষণিক ভার্চুয়াল স্বাস্থ্য সহায়তা; বাংলাদেশ মেডিক্যাল সেন্টার ও সৌদি হাসপাতালের তথ্য; গাইডভিত্তিক গ্রুপ যোগাযোগ সুবিধা; কুরআন ও হাদিস লাইব্রেরি, কিবলা নির্দেশনা, ডিজিটাল তাসবিহ, হজ ও উমরাহ সহায়িকা; কোরবানি কুপন সংগ্রহ কেন্দ্রের তালিকা; মক্কা ও মদিনার ঐতিহাসিক স্থানের বিবরণ; হজ এজেন্সির তথ্য যেমন এজেন্সি নাম, লাইসেন্স নম্বর, প্যাকেজ, রেটিং, রিভিউ প্রদান ইত্যাদি সেবা অন্তর্ভুক্ত থাকবে অ্যাপটিতে।

গুগল প্লে স্টোর থেকে খুব সহজেই ডাউনলোড করা যাবে ‘লাব্বাইক’ অ্যাপটি। ডাউনলোডের পর অ্যাপটিতে রেজিস্ট্রেশনের জন্য ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) যাচাই এর পর ৪ ডিজিটের পিন সেট করতে হবে। রেজিস্ট্রেশনের সময় হজযাত্রীর মোবাইল নম্বর, পিআইডি (পিলগ্রিম আইডি) ও জন্ম তারিখ প্রয়োজন হবে। একজন হজযাত্রী তার পরিবারের সর্বোচ্চ ৩ জন সদস্যকে ইনভাইটেশন পাঠিয়ে অ্যাপে যুক্ত করতে পারবেন।

পরিবারের কোনো সদস্যের নাম ও মোবাইল নম্বর দিয়ে ইনভাইটেশন পাঠালে ওই সদস্য তার মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করার পর হজযাত্রীর তথ্য জানতে পারবেন। এছাড়াও গেস্ট (সবার জন্য উন্মুক্ত) ইউজার হিসেবেও রেজিস্ট্রেশন করা যাবে অ্যাপটিতে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৪ বা ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে এবার ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি আরবে যাচ্ছেন। আগামী ২৯ এপ্রিল থেকে শুরু হবে হজ ফ্লাইট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

Popular Post

হজযাত্রীদের সেবায় বিশেষ অ্যাপ উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

Update Time : ০৬:২২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

পবিত্র হজ পালন নির্বিঘ্ন ও সহজতর করতে চলতি বছর হজযাত্রীদের সেবায় আধুনিক প্রযুক্তি নির্ভর একটি বিশেষ মোবাইল অ্যাপ চালু করতে যাচ্ছে সরকার। অ্যাপটির নাম রাখা হয়েছে ‘লাব্বাইক’।

আগামীকাল সোমবার (২৮ এপ্রিল) বিকেল ৪টায় নিজ বাসভবন যমুনায় নতুন এ সেবাটির উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এদিন হজ প্রি-পেইড কার্ড ও মোবাইল ফোনে রোমিং সুবিধাও চালু করা হবে হজযাত্রীদের জন্য।

রোববার (২৭ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে এ তথ্য। মন্ত্রণালয়ের উপ-সচিব মামুন আল ফারুক গণমাধ্যমকে জানান, পবিত্র হজ পালনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন হজযাত্রীরা। এ সমস্যা নিরসন ও বাংলাদেশিদের জন্য হজের অভিজ্ঞতাকে আরও সহজ করার জন্য ‘লাব্বাইক’ অ্যাপের পাশাপাশি প্রিপেইড কার্ড চালু এবং রোমিং সুবিধা চালুর পদক্ষেপ নিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

সূত্রমতে, কোনো হজযাত্রী হারিয়ে গেলে বা গুরুতর অসুস্থ হলে কিংবা বিপদে পড়লে জরুরি মুহুর্তে এই ‘লাব্বাইক’ অ্যাপ থেকে এসওএস (সেভ আওয়ার সোলস) বাটনে ক্লিক করলে তাকে উদ্ধারে বা সহায়তা করতে পৌঁছে যাবে সাপোর্ট টিম। অ্যাপটি ব্যবহার করে লোকেশন ট্র্যাকিংয়ের মাধ্যমে হজযাত্রীরা গুগল ম্যাপে নিজেদের বা দলের অন্যান্য সদস্যদের অবস্থান নির্ণয় করতে পারবেন।

নামাজের সময়সূচি ও আবহাওয়ার পূর্বাভাসও জানা যাবে এই অ্যাপের মাধ্যমে। এছাড়া, ফ্লাইটের বিস্তারিত তথ্য যেমন ফ্লাইট কোড, বোর্ডিং টাইম, ডিপারচার ও অ্যারাইভাল টাইম, লাগেজের ওজনসীমা ইত্যাদিও জানতে পারবেন হজযাত্রীরা।

পাশাপাশি দৈনিক হজ সিডিউল, আবাসন তথ্য যেমন হোটেলের নাম, ঠিকানা, দূরত্ব, ছবি, ভিডিও, চেক-ইন বা চেক-আউট তারিখ ইত্যাদি জানা যাবে এ অ্যাপ থেকে।

নতুন অ্যাপটির মাধ্যমে পরিবারের সদস্যরাও তাদের হজযাত্রীকে ট্র্যাকিং করতে পারবেন। এছাড়াও মিনা-আরাফার তাবুর লোকেশন ট্র্যাকিং; হজ প্রি-পেইড কার্ডের ব্যালেন্স; ডিজিটাল স্বাস্থ্য প্রোফাইল তথ্য ও সার্বক্ষণিক ভার্চুয়াল স্বাস্থ্য সহায়তা; বাংলাদেশ মেডিক্যাল সেন্টার ও সৌদি হাসপাতালের তথ্য; গাইডভিত্তিক গ্রুপ যোগাযোগ সুবিধা; কুরআন ও হাদিস লাইব্রেরি, কিবলা নির্দেশনা, ডিজিটাল তাসবিহ, হজ ও উমরাহ সহায়িকা; কোরবানি কুপন সংগ্রহ কেন্দ্রের তালিকা; মক্কা ও মদিনার ঐতিহাসিক স্থানের বিবরণ; হজ এজেন্সির তথ্য যেমন এজেন্সি নাম, লাইসেন্স নম্বর, প্যাকেজ, রেটিং, রিভিউ প্রদান ইত্যাদি সেবা অন্তর্ভুক্ত থাকবে অ্যাপটিতে।

গুগল প্লে স্টোর থেকে খুব সহজেই ডাউনলোড করা যাবে ‘লাব্বাইক’ অ্যাপটি। ডাউনলোডের পর অ্যাপটিতে রেজিস্ট্রেশনের জন্য ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) যাচাই এর পর ৪ ডিজিটের পিন সেট করতে হবে। রেজিস্ট্রেশনের সময় হজযাত্রীর মোবাইল নম্বর, পিআইডি (পিলগ্রিম আইডি) ও জন্ম তারিখ প্রয়োজন হবে। একজন হজযাত্রী তার পরিবারের সর্বোচ্চ ৩ জন সদস্যকে ইনভাইটেশন পাঠিয়ে অ্যাপে যুক্ত করতে পারবেন।

পরিবারের কোনো সদস্যের নাম ও মোবাইল নম্বর দিয়ে ইনভাইটেশন পাঠালে ওই সদস্য তার মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করার পর হজযাত্রীর তথ্য জানতে পারবেন। এছাড়াও গেস্ট (সবার জন্য উন্মুক্ত) ইউজার হিসেবেও রেজিস্ট্রেশন করা যাবে অ্যাপটিতে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৪ বা ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে এবার ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি আরবে যাচ্ছেন। আগামী ২৯ এপ্রিল থেকে শুরু হবে হজ ফ্লাইট।