আন্তর্জাতিক ডেস্ক:

হংকংয়ের গণতন্ত্রপন্থী পত্রিকা অ্যাপল ডেইলির এডিটর ইন চিফসহ আরও চার নির্বাহী কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৭ই জুন) তাদের গ্রেফতার করা হয়। জাতীয় সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির খবর থেকে জানা যায়, অ্যাপল ডেইলির এডিটর ইন চিফ রিয়ান ল’ এর বিরুদ্ধে আটটি অভিযোগ আনা হয়। এর মধ্যে দুটি অভিযোগ হংকংয়ে নতুন কার্যকর হওয়া জাতীয় নিরাপত্তা আইনের আওতায়। এর শাস্তি হিসেবে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

গত বছর চীন হংকংয়ে এই আইন কার্যকর করে। এতে বিচ্ছিন্নতাবাদ ও সরকারের কর্তৃত্ব না মানাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। এই অপরাধে গত বছর থেকে এখন পর্যন্ত ডজনখানেক বিশিষ্ট সমাজকর্মীকে আটক করা হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার অ্যাপল ডেইলির অফিসে প্রবেশ করে বেশ কয়েকজনকে গ্রেফতারের পর ওই অফিসে প্রবেশ এবং সেখান থেকে বের হওয়ার পথ বন্ধ করে দেয়া হয়।

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, তারা একটি মিডিয়া কোম্পানিতে তল­াশি অভিযান চালিয়েছে। অ্যাপল ডেইলির এডিটর ইন চিফ রিয়ান ল’, এর প্রধান প্রতিষ্ঠান নেক্সট ডিজিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা চিয়াং কিম হাং, প্রধান পরিচালনা কর্মকর্তা চো তাত-কুয়েন, অ্যাপল ডেইলির প্রকাশক চান পুই-ম্যান এবং এর পরিচালক চিয়াং চি-ওয়েইয়ের বাড়িতে তল­াশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে