সিনিয়র স্টাফ রিপোর্টার: এখন থেকে আমদানিকারকদের আলাদা করে ব্যাংকে বিল অব এন্ট্রির কপি দাখিল করতে হবে না। শুল্ক কর্তৃপক্ষের কাছ থেকে স্বয়ংক্রিয়ভাবে এই কপি সংগ্রহ করবে ব্যাংক।

আমদানি মূল্য পরিশোধের পর পণ্য বন্দরে পৌঁছালে তা রিপোর্ট করতে হয়, এটাই বিল অব এন্ট্রি নামে পরিচিত। আগে আমদানিকারকের এই বিল অব এন্ট্রির কপি সংগ্রহ করে ব্যাংকে জমা দিতে হতো।

মঙ্গলবার (২১ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, আমদানির বিপরীতে যে বিল পরিশোধ করা হচ্ছে তা মিলিয়ে দেখার জন্য শুল্ক কর্তৃপক্ষের স্বয়ংক্রিয় ব্যবস্থা থেকে বিল অব এন্ট্রি সংগ্রহ করবে আমদানিকারকের ব্যাংক। ব্যাংকগুলোর শুল্ক-কর পরিশোধ নিশ্চিত করতে এই উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। প্রাথমিকভাবে এই সুবিধা পাওয়া যাবে স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু থাকা শুল্ক স্টেশনগুলোতে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, আমদানির নামে বিদেশে অর্থ পাচার রোধে এই নিয়ম চালু করা হয়েছে। আমদানি বিল পরিশোধের বিপরীতে দেশে পণ্য আনা নিশ্চিত করতে ব্যাংকগুলোর কাছে বিল অব এন্ট্রি দাখিল করা বাধ্যতামূলক। বিল অব এন্ট্রি স্বয়ংক্রিয়ভাবে ব্যাংকে জমা হওয়ার ফলে আমদানিকারককে ব্যাংকে গিয়ে নথি জমা দিতে হবে না।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে