মোংলা প্রতিনিধি:

সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা এবং কর্মসংস্থানের দাবীতে মোংলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে গণতান্ত্রিক বাজেট আন্দোলন ডিবিএম’র আয়োজনে মোংলার মিঠেখালি বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে Our Money Our Future, Green Recovery Green jobs,কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করো এমন অনেক লেখা সম্বলিত ব্যানার ফেসটুন নিয়ে নানা পেশার মানুষ অংশগ্রহণ করে। মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক বাজেট আন্দোলন বাগেরহাট জেলা কমিটির সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ। মানববন্ধনে বক্তব্য রাখেন মোংলার সুশাসনের জন্য নাগরিক সুজন ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক শেখ নজরুল ইসলাম,শিক্ষক নেতা ইমরান হোসেন খান,নাগরিক নেতা নাজমুল হক, ডিবিএম’র মাহারুফ বিল্লাহ, কবি সাইফুল্লাহ শেখ প্রমূখ।

মানববন্ধনে বক্তরা স্বাস্থ্যখাতের কঠোর সমালোচনা করে বলেন স্বাস্থ্যখাতে কয়েকটি মাফিয়া চক্র স্বাস্থ্যখাতকে দুর্নীতিগ্রস্থ করছে।স্বাস্থ্যসেবা সামগ্রী কেনার নামে জনগনের করের টাকা নয়-ছয় করছে।এছারাও বক্তরা আরও বলেন খেটে খাওয়া দরিদ্র মানুষ নিয়মিতই রাষ্ট্রকে কর দিচ্ছে কিন্তু সেই টাকা সঠিক ব্যবহার না হওয়ার কারণে তারা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। দেশের প্রায় ৫০ শতাংশ মানুষ দুই তিন মাস আর্থিকভাবে টিকে থাকার সামর্থ অর্জন করতে পারেনি তা করোনাকালে স্পষ্ট হয়েছে। সরকার  ২৫০০ টাকা করে ৫০ লাখ পরিবারকে দেয়ার চেষ্টা করেছে তাও সবার ঘরে পৌঁছায়নি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে