মোংলা প্রতিনিধিঃ

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্যবিধি অনুসরণ করে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালনা করা হচ্ছে।দিবসটি উপলক্ষে শনিবার (১৫ আগস্ট) সকালে মোংলা উপজেলার পৌর শিশু পার্ক চত্বরে নির্মিত জাতির পিতার প্রতিকৃতিতে উপজেলা পরিষদ, প্রশাসন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার, পৌর যুবলীগের সাধারন সম্পাদক শেখ আল মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন, পৌর যুব লীগের সভাপতি কবির হোসেন, আওয়ামীলীগ নেতা সাখাওয়াত হোসেন, ইমাম হোসেন, হাকিম হাওলাদার, আইয়ুব আলী, জিএম আলামিন, ডাঃ কামরুল ইসলাম, মোশারেফ হোসেন, শাহ মোঃ সেকেন্দার আলী, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মিজানুর রহমান তালুকদার, পৌর ছাত্রলীগের সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন রানা, সাধারন সম্পাদক শাহরুখ বাপ্পী,ছাত্রলীগ নেতা পারভেজ খান, আব্দুল্লাহ আল আমিন সানি, কাজী মোঃ সাগর, মাসুম বিল্লাহ প্রমূখ।
এছাড়াও  মোংলার বিভিন্ন সরকারী-বেসরকারি প্রতিষ্ঠান সমূহ দিনটি উপলক্ষে আলোচনা সভা,দোয়া মাহফিল, র‍্যালী,বিভিন্ন প্রতিযোগিতা সহ নানা কার্যক্রম পরিচালনা করছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে