স্বাধীনতা
কলমে – শ্রী রাজীব দত্ত

বছর পঁচাত্তর আগে এই দিনে,
অর্জন করি আমাদের স্বাধীনতা,
সহজ লভ্যে, আসেনি যে তা।
হাজারো রক্ত আর প্রাণের বিনিময়,
আমরা হলাম স্বাধীন,
তবুও আজ, নানান সময় আমরা পরাধীন।
স্বাধীনতা পাক সর্বভৌমত্ব, স্বাধীনতা পাক কন্ঠে,
স্বাধীনতা পাক সমস্ত প্রতিবাদীরা,
স্বাধীনতা পাক, স্বীকার যারা ষড়যন্ত্রে।
এ দেশ তোমার আমার, গান্ধী – নেতাজির,
এদেশ হয়ে উঠুক রাম – রহিমের
যেন থাকে না কোন নিম্ন – উচ্চ প্রাচীর।
প্রতিটা প্রাণ পাক স্বাধীনতা,
প্রতিটা মানুষ হোক স্বাধীন,
বিলুপ্ত হোক একটি শব্দ বেড়াজালে পরাধীন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে