স্বাধীনতার ৫০ বছর পর
রাজ কালাম
আবৃত্তি : ড.মহীতোষ গায়েন

দেখতে দেখতে স্বাধীনতার
৫০টি বছর গেল পেড়িয়ে,
আজো কী আমরা যেতে পেরেছি
খুন, রাহাজানি, লুটপাট, ধর্ষনকে এড়িয়ে?

লাখো মা-বোনের ইজ্জতের বিনিময়ে ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগে বাংলার বীরেরা
ছিনিয়ে এনেছিল স্বাধীনতা,
কি প্রয়োজন ছিল? যদি এখনো দেখতে হয় অত্যাচারীর বর্বরতা,
বোমাবাজি, গুলির শব্দে
কেন ভাঙ্গে ভোরের নিরবতা?
যদি সাধারণ মানুষের আজো পোহাতে হয়
বড় বড় আমলার নিষ্ঠুরতা,
যদি মাতা-পিতা না পায়
সন্তানের ঘরে ফেরার নিশ্চয়তা?

আরও একবার ৭১ চাই
আরো একবার সবাই সোচ্চার হই
উঠি গর্জে,ভয় ভেঙে
খুলি প্রতিবাদী মুখ,
প্রয়োজনে হবো না পিছপা
পেতে দিতে বুক।
তবু যেন রক্তের বন্যায়
ভেসে যায় সকল অবিচার অন্যায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে