রাজশাহী প্রতিনিধিঃ

শিলিগুড়িতে অবস্থিত নিউ জলপাইগুড়ি জংশন হতে ট্রেনটি প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর ২ টায় ছেড়ে আসবে এবং ঢাকা থেকে রাত ১ টায় ছেড়ে যাবে প্রতি সোম ও বৃহস্পতিবারে।

যাত্রাপথে সময় লাগবে ৯ ঘণ্টা। তবে এই পথের ভাড়া এখনো নির্ধারণ করা না হলেও ইঙ্গিত দেওয়া হয়, এসির ভাড়া ২ হাজার, চেয়ারকোচের ভাড়া ১ হাজার ৫০০ এবং স্লিপার ক্লাসের ভাড়া ১ হাজার ২০০-এর কাছাকাছি থাকবে।

নিউ জলপাইগুড়ি থেকে ঢাকার দূরত্ব ৫৩০ কিলোমিটার। এর মধ্যে বাংলাদেশ অংশে রয়েছে ৪৪৬ কিলোমিটার। ভারতের অংশে রয়েছে ৮৪ কিলোমিটার। এই দীর্ঘপথে থাকছে উভয় দেশের ১৫টি স্টেশন। তবে কোনো স্টেশনে ট্রেনটি দাঁড়াবে না।পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ হতে যাচ্ছে ।

আনুমানিক সময় সূচীঃ
ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে- মঙ্গল ও শুক্রবার রাত ১ টায়।
শিলিগুড়ি থেকে ছাড়বে- সোম ও বৃহস্পতিবার দুপুর ২ টায়।

যাত্রাপথে সময় লাগবে আনুমানিক ৯ ঘন্টা। আর সম্ভাব্য সর্বনিম্ন ভাড়া ১২০০ টাকা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে