স্বপ্নোত্তীর্ণ
মহীতোষ গায়েন

হারিয়ে যাচ্ছে সুখ,আজ ভারাক্রান্ত মন
সরে যাচ্ছে প্রিয় সব কাছের মানুষজন,
হৃদয়ে জুড়ে মেঘ,মেঘ করেছে কালো
বৃষ্টি কখন আনবে মুক্তধারার আলো?

হারায় শুভদৃষ্টি হারায় মুখ ও মনের ভাষা
দুঃসময়ে কেউ থাকে না হারায় ভালোবাসা,
হারিয়ে যাচ্ছে হাসি তবু মুক্তির পথ আছে
সুসময় আসবে বলে মানুষ স্বপ্ন নিয়েই বাঁচে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে