নিজস্ব প্রতিবেদক: স্বপ্নের পদ্মা সেতু পার হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (শনিবার) বেলা ১২টা ০৫ মিনিটে মাওয়া প্রান্ত থেকে গাড়িবহর নিয়ে জাজিরা প্রান্তের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।
পরে সেতুতে গাড়িবহর থামিয়ে বিমান বাহিনীর বর্ণিল মহড়া উপভোগ করেন শেখ হাসিনা।
এরপর প্রধানমন্ত্রী আবার জাজিরা প্রান্তের উদ্দেশে রওনা হন। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি শরীয়তপুরের জাজিরা প্রান্তে পৌঁছান। সেখানে আরেকটি ফলক ও ম্যুরাল-২ উন্মোচন করেন এবং মোনাজাতে অংশ নেন।
এর আগে, প্রধানমন্ত্রী নিজে টোল প্রদান করে গাড়িবহর নিয়ে পদ্মা সেতু অভিমুখে যান। পরে মাওয়া প্রান্তে ফলক উন্মোচনের মাধ্যমে পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনের পর প্রধানমন্ত্রী মাওয়া পয়েন্ট থেকে শরীয়তপুরের জাজিরা পয়েন্টের উদ্দেশে যাত্রা শুরু করেন। জাজিরার দিকে যাওয়ার পথে গাড়ি থামিয়ে সেতুতে নামেন শেখ হাসিনা। সেখানে দাঁড়িয়ে তিনি বিমান বাহিনীর মহড়া দেখেন।