স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় রাতে গেটাফের বিপক্ষে মাঠে নামবে জায়ান্ট ক্লাব বার্সেলোনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
লা লিগায় বার্সেলোনার বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের নাম ও ব্যাজ পাল্টে ফেলল গেটাফে। দলটির নতুন নাম ফেইথ ফুটবল ক্লাব।
এক বিবৃতিতে নিজেদের নামের প্রথম চারটি বর্ণ বাদ দেওয়ার বিষয়টি জানায় গেটাফে। তাদের নতুন নাম ‘ফে সিএফ’ যার ইংরেজি অনুবাদ হয় ‘ফেইথ এফসি’।
এই ম্যাচে তাদের মাঠে গিয়ে খেলবে কাতালানরা। দুটি দলেরই পয়েন্ট সমান ৭। তবে, বার্সেলোনা খেলেছে তিন ম্যাচ, গেটাফে খেলেছে চার ম্যাচ।
গত মৌসুমে গেটাফের মাঠে মেসি বিহীন ম্যাচে লুইস সুয়ারেজ আর জুনিয়র ফিরপোর গোলে অনায়াসে জয় পেয়েছিল কাতালানরা।