নিজস্ব প্রতিবেদন:
করোনা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া লক্ষীপুর-২ আসনের উপ-নির্বাচন আগামী ২১শে জুন অনুষ্ঠিত হবে। এছাড়া, ৩ শতাধিক ইউনিয়ন পরিষদ ও ১১টি পৌরসভায়ও নির্বাচন হবে এদিন।
জাতীয় সংসদের সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনের উপনির্বাচনে ভোট হবে ১৪ই জুলাই। বুধবার নির্বাচন কমিশনের সভা শেষে কমিশন সচিব হুমায়ূন কবির খোন্দকার সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানান। ৩৭১ ইউনিয়ন পরিষদ ও ১১ পৌরসভায় ভোট গ্রহনের তারিখ ছিল গত ১১ই এপ্রিল। একই দিনে লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন হওয়ার কথা ছিল। করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় গত পহেলা এপ্রিল দেশে সব ধরনের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।