নিজস্ব প্রতিবেদন:

 করোনা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া লক্ষীপুর-২ আসনের উপ-নির্বাচন  আগামী ২১শে জুন অনুষ্ঠিত হবে। এছাড়া, ৩ শতাধিক ইউনিয়ন পরিষদ ও ১১টি পৌরসভায়ও নির্বাচন হবে এদিন।

জাতীয় সংসদের সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনের উপনির্বাচনে ভোট হবে ১৪ই জুলাই। বুধবার নির্বাচন কমিশনের সভা শেষে কমিশন সচিব হুমায়ূন কবির খোন্দকার সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানান। ৩৭১ ইউনিয়ন পরিষদ ও ১১ পৌরসভায় ভোট গ্রহনের তারিখ ছিল গত ১১ই এপ্রিল। একই দিনে লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন হওয়ার কথা ছিল। করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় গত পহেলা এপ্রিল দেশে সব ধরনের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে