ক্রীড়া ডেস্ক:
ভারী বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দুই দিনের জন্য স্থগিত করা হয়েছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ।
আজ (মঙ্গলবার) সকালে বৃষ্টি শুরু হওয়ায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম এবং বিকেএসপির দু’টি মাঠে খেলা শুরু করা যায়নি।
বিসিবি’র ক্রিকেট কমিটি অব মেট্রোপলিশ সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন মুঠোফোনে বৈশাখী টেলিভিশনকে দু’দিনের জন্য লিগ স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামী তেসরা জুন থেকে খেলাগুলো নির্ধারিত সূচি অনুযায়ীই মাঠে গড়াবে বলে বিসিবি আশাবাদী। মঙ্গলবার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের ৬টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো