রাজশাহী প্রতিনিধিঃ

ভারত পালানোর চেষ্টা করছিলো গোদাগাড়ীতে স্ত্রীর ওপর এসিড নিক্ষেপকারী মুরাদ হোসেন (২৫)। তবে শেষ রক্ষা হয়নি তার। অবশেষে র‌্যাবের হাতে ধরা পড়তে হয়েছে।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল মেজর মোঃ আশরাফুল ইসলাম এবং সিনিয়র এএসপি এসএম জামিল আহমেদের নেতৃত্বে ৩ অক্টোবর রাত ২ টা ৪৫ মিনিটের দিকে অভিযান পরিচালনা করে। এসময় গোদাগাড়ী মডেল থানার চাঞ্চল্যকর এসিড নিক্ষেপ মামলার একমাত্র আসামী ঘুমন্ত স্ত্রীর মুখে এডিস নিক্ষেপকারী মুরাদ হোসেনকে (২৫) গ্রেপ্তার করা হয়। সে অবৈধভাবে পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় দুর্গম চর আষাড়িয়াদহ থেকে গ্রেপ্তার করা হয়। তাকে পরে গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে