দেবাঞ্জনা ব্যানার্জী, বিশেষ প্রতিনিধি,বারাসত:
উচ্চ প্রাথমিক মামলায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের বিচারপতি। স্কুল সার্ভিস কমিশনকে ভর্ৎসনা করে বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায় বললেন, স্কুল সার্ভিস কমিশন অপদার্থ।
কী ধরনের আধিকারিকরা কমিশন চালাচ্ছেন? এই কমিশনকে অবিলম্বে খারিজ করা উচিত।’
গত ২১ জুন উচ্চ প্রাথমিকে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করেছিল রাজ্য। কর্মশিক্ষা ও শারীরশিক্ষা ছাড়া ২০১৬-র উচ্চ প্রাথমিকের শূন্যপদে ১৪ হাজার ৩৩৯ শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউয়ের তালিকা প্রকাশিত হয়। নিয়ম মেনে তালিকা প্রকাশ হয়নি বলে অভিযোগ করে মামলা দায়ের করা হয় চাকরি প্রার্থীদের একাংশ তালিকায় নিয়ে রয়েছে দুর্নীতির অভিযোগ। হাইকোর্টে মামলা করেছেন দুই প্রার্থী মৌমিতা মিত্র ও শেখ জামালউদ্দিন। তাঁদের দাবি, তাঁদের থেকে কম নম্বর পাওয়া প্রার্থীরা ইন্টারভিউর তালিকায় জায়গা পেলেও তাঁদের নাম ওই তালিকায় নেই। এছাড়াও ন্যূনতম কত নম্বর পেলে ইন্টারভিউয়ে ডাকা হচ্ছে, তারও কোনও উল্লেখ করা নেই সাইটে।
এই অবস্থায় নিয়োগ বিষয়ে বেশকিছু প্রশ্নের উত্তর পেতে এবার সরাসরি কমিশনের চেয়ারম্যানকেই তলব কোর্টের। এবার , চাকরিপ্রার্থীদের দায়ের করা মামলার শুনানিতে কলকাতা হাইকোর্ট বলে, “এই কমিশনকে অবিলম্বে খারিজ করা উচিত।” ২০১৯-এর ১ অক্টোবরের নির্দেশের পরেও কেন আদালতের নির্দেশ মেনে ইন্টারভিউ তালিকা প্রকাশ করা হয়নি? প্রশ্ন করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।এদিন কমিশনকে রীতিমতো অপদার্থ বলে ভর্ৎসনা করলেন তিনি।
সেই মামলার শুনানিতে উচ্চ প্রাথমিকে প্রার্থী নিয়োগে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছেন হাইকোর্টের বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ।