স্পোর্টস ডেস্ক: করোনা পরীক্ষায় নেগেটিভ ফল এসেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চেয়ারম্যান সৌরভ গাঙ্গুলীর।

শুক্রবার রাতে সৌরভ তার করোনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছেন। আর তার ফল নেগেটিভ এসেছে বলে নিশ্চিত করেছে কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

করোনার থাবা পড়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চেয়ারম্যান সৌরভ গাঙ্গুলীর পরিবারে।

গত ১৬ জুলাই এতে আক্রান্ত হন সৌরভের বড় ভাই ও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) চেয়ারম্যান স্নেহাশিষ গাঙ্গুলী। তাকে ভর্তি হতে হয় হাসপাতালে।

বড় ভাইয়ের করোনা আক্রান্তের খবরে বিচলিত হয়ে পড়ে গাঙ্গুলী পরিবার। সৌরভসহ গোটা পরিবার বাড়িতেই সেলফ কোয়ারেন্টিনে চলে যায়।

এ সময়কালে আইসিসি ও ক্রিকেট বোর্ডের বৈঠকগুলো বাড়ি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমেই সারেন সৌরভ। বাতিল করে দেন টিভি শো দাদাগিরির শুটিংও।

নিজেসহ পরিবারের সব সদস্যদের করোনা টেস্ট করান ।

শুক্রবার জানা গেল, ভাই আক্রান্ত হলেও করোনামুক্তই রয়েছেন কলকাতার প্রিন্সখ্যাত এ ক্রিকেটার।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে