বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে সৌদি আরবের জেদ্দা ও কাতারের দোহায় আটকা পড়া আরও ৮১২ জন প্রবাসী বাংলাদেশি দেশে ফিরেছেন।
এর মধ্যে শনিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইট জেদ্দা থেকে ৪১৪ বাংলাদেশিকে নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এদিকে সকাল সোয়া ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইট দোহা থেকে ৩৯৮ জন বাংলাদেশিকে নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাসের কারণে গত কয়েক মাস আন্তর্জাতিক রুটে বিমান চলাচল বন্ধ থাকায় এসব বাংলাদেশিরা জেদ্দা ও দোহারে আটকা পড়েছিলেন। দীর্ঘ অপেক্ষার পর উভয় দেশের সরকারের সহযোগিতায় তারা দেশে ফিরেছেন।
কোভিড-১৯ সংক্রান্ত দুদেশের সরকারের নির্দেশনা অনুযায়ী ভ্রমণ করায় এসব যাত্রীদের কাউকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হয়নি বলে জানান তাহেরা খন্দকার।
এর আগে গত ২২ জুলাই সৌদি আরবের দাম্মাম থেকে ৪১৫ বাংলাদেশি এবং ২১ জুলাই একই দেশ থেকে ৪১৮ বাংলাদেশি দেশে ফিরেন।