আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে বৃহস্পতিবার।

আজ মঙ্গলবার (১১ই মে) সৌদি আরবের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

এবার রোজা ৩০টি হবে বলে জানিয়েছেন সৌদি আরব কাউন্সিলের সিনিয়র স্কলার ও রয়্যাল কোর্টের উপদেষ্টা শেখ আবদুল­াহ বিন আল মানিয়া। এই হিসাব অনুযায়ী ১৩ই মে বৃহস্পতিবার সৌদি আরবে ঈদুল ফিতর উদযাপন করা হবে। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে আগামীকাল (বুধবার, ১২ই মে) বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে বুধবার সন্ধ্যায় এ বৈঠক হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে