আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরবের আকাশে আজ পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামীকাল শনিবার রোজা শুরু হচ্ছে।

আজ (শুক্রবার) সৌদি আরবের কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি সংবাদমাধ্যম খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, নতুন চাঁদ দেখা যাওয়ায় শাবান মাসের শেষ দিন ছিল শুক্রবার। তাই দোসরা এপ্রিল থেকে পবিত্র রমজান মাস শুরু হবে।

এবার দেশটির পবিত্র দু’টি মসজিদ মক্কার মসজিদ আল–হারাম ও মদিনার মসজিদে নববিতে তারাবিহর নামাজ ২০ রাকাত হবে। খালিজ টাইমস জানিয়েছে, সৌদি আরবে চাঁদ দেখার খবর সামনে আসার পরপরই শনিবার থেকে রোজা পালনের ঘোষণা দিয়েছে প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাত।

এর আগেই অবশ্য বেশ কয়েকটি দেশ এবছর রমজান শুরুর দিনক্ষণ ঘোষণা করে। ইমাম কাউন্সিল অব সাউথ অস্ট্রেলিয়া ফেসবুকের এক পোস্টে নিশ্চিত করেছে, শুক্রবার রমজানের চাঁদ দেখা গেছে অস্ট্রেলিয়ায়। ফলে শনিবার থেকে সেখানে রোজা পালন শুরু হচ্ছে। মিসরেও পবিত্র রমজান শুরু হবে শনিবার।

ব্রুনেইয়ের কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার তাদের দেশে রমজানের চাঁদ দেখা যায়নি। এ কারণে শনিবার সেখানে শাবান মাসের শেষ দিন ধরা হবে, যার ফলে রোজা শুরু হবে রোববার থেকে।

এশিয়ার দুই বৃহৎ মুসলিম দেশ মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া জানিয়েছে, আগামী রোববার থেকে সেখানে পবিত্র রোজা পালন শুরু হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে