Dhaka ০২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সৌদিসহ বেশ কিছু দেশে নামাজ ও উৎসবের মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপন

  • Reporter Name
  • Update Time : ০৯:১৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
  • ১৮ Time View

দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর উৎসবমুখর পরিবেশে সৌদি আরবসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।

রোববার (৩০ মার্চ) সকালেই এসব দেশের মুসল্লিরা বিভিন্ন স্থানে একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেন। পরে তারা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

সংবাদমাধ্যমটি বলছে, পবিত্র রমজান মাসের সমাপ্তির পর আজ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কাতার এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলোতে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।

মক্কার পবিত্র মসজিদুল হারাম এবং মদিনার মসজিদুল নববীতে বিপুল সংখ্যক মুসল্লিদের অংশগ্রহণে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। কর্মকর্তারা ধারণা করছেন, ২০ লাখেরও বেশি মুসল্লি এই দুই মসজিদে ঈদের নামাজে উপস্থিত ছিলেন।

শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে এই মুসলমানদের বৃহত্তম এই উৎসব পালিত হয়ে থাকে। তবে দেশ ভেদে এবং ঐতিহ্য অনুসারে এই উৎসব উদযাপনের তারিখ পরিবর্তিত হয়।

কুয়েত এবং বাহরাইনও আজ ধর্মীয় উৎসাহ-উদ্দীপনার সাথে ঈদুল ফিতর উদযাপন করছে। তবে প্রতিবেশী ওমান, ইন্দোনেশিয়া এবং ব্রুনাই সোমবার ঈদ উদযাপন করবে। যুক্তরাজ্যে মুসলিম সম্প্রদায় বিভক্ত, কেউ কেউ আজ ঈদ উদযাপন করছেন আবার কেউ কেউ সোমবার উদযাপন করবেন।

যুক্তরাষ্ট্র এবং কানাডায়, পূর্ব-নির্ধারিত চন্দ্র ক্যালেন্ডার অনুসরণ করে অনেক মসজিদে রোববার ঈদের নামাজ পড়া হবে। অন্যরা চূড়ান্ত ঘোষণা দেওয়ার আগে নিশ্চিতভাবে চাঁদ দেখার জন্য অপেক্ষা করছেন।

ঈদুল ফিতর ইসলামী ক্যালেন্ডারের অন্যতম গুরুত্বপূর্ণ এক উৎসব। আরব সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শনিবার সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার পর সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

সৌদিসহ বেশ কিছু দেশে নামাজ ও উৎসবের মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপন

Update Time : ০৯:১৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫

দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর উৎসবমুখর পরিবেশে সৌদি আরবসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।

রোববার (৩০ মার্চ) সকালেই এসব দেশের মুসল্লিরা বিভিন্ন স্থানে একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেন। পরে তারা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

সংবাদমাধ্যমটি বলছে, পবিত্র রমজান মাসের সমাপ্তির পর আজ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কাতার এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলোতে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।

মক্কার পবিত্র মসজিদুল হারাম এবং মদিনার মসজিদুল নববীতে বিপুল সংখ্যক মুসল্লিদের অংশগ্রহণে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। কর্মকর্তারা ধারণা করছেন, ২০ লাখেরও বেশি মুসল্লি এই দুই মসজিদে ঈদের নামাজে উপস্থিত ছিলেন।

শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে এই মুসলমানদের বৃহত্তম এই উৎসব পালিত হয়ে থাকে। তবে দেশ ভেদে এবং ঐতিহ্য অনুসারে এই উৎসব উদযাপনের তারিখ পরিবর্তিত হয়।

কুয়েত এবং বাহরাইনও আজ ধর্মীয় উৎসাহ-উদ্দীপনার সাথে ঈদুল ফিতর উদযাপন করছে। তবে প্রতিবেশী ওমান, ইন্দোনেশিয়া এবং ব্রুনাই সোমবার ঈদ উদযাপন করবে। যুক্তরাজ্যে মুসলিম সম্প্রদায় বিভক্ত, কেউ কেউ আজ ঈদ উদযাপন করছেন আবার কেউ কেউ সোমবার উদযাপন করবেন।

যুক্তরাষ্ট্র এবং কানাডায়, পূর্ব-নির্ধারিত চন্দ্র ক্যালেন্ডার অনুসরণ করে অনেক মসজিদে রোববার ঈদের নামাজ পড়া হবে। অন্যরা চূড়ান্ত ঘোষণা দেওয়ার আগে নিশ্চিতভাবে চাঁদ দেখার জন্য অপেক্ষা করছেন।

ঈদুল ফিতর ইসলামী ক্যালেন্ডারের অন্যতম গুরুত্বপূর্ণ এক উৎসব। আরব সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শনিবার সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার পর সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেয়।