সিংড়া,(নাটোর) প্রতিনিধিঃ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, আত্রাই নদীর পানি প্রবাহ বাঁধা সৃষ্টি কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

কোনো অপশক্তি সৌতি জাল দিয়ে পানি প্রবাহে বাঁধা সৃষ্টি করলে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। কোনো ছাড় দেয়া যাবে না। তিনি ২৪ ঘন্টার মধ্য সকল সৌতি নিজ নিজ উদ্যোগে অপসারনের নির্দেশ দেন। নতুবা সকলকে আইনের আওতায় আনার কঠোর হুশিয়ারী দেন।

প্রতিমন্ত্রী শনিবার সন্ধ্যায় নাটোরের সিংড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।

উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, সিংড়া থানার ওসি নুরে আলম সিদ্দীকি,উপজেলা আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন সহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, সরকারী কর্মকর্তা বৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা ।

ভার্চুয়াল এ অংশ নেন নাটোরের জেলা প্রশাসক মো: শাহরিয়াজ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে