সোনালী শস্য
মিজানুর রহমান
ঊষালগ্নে চাষিরা ভাই
বেরিয়ে পড়ে মাঠে,
লাঙ্গল চষে আনন্দ পায়
সোনালি ফলনেতে।
সদা,সর্বদাই সোনালি অন্তরে
নিহিত সুপ্ত জীব,
বিকশিত হয় ,প্রস্ফুটিত হয়
কত সুন্দর সাজে,
যেন মনে হয়
অদৃশ্যের খেলায়
সাজ সাজ রব তুলে,
সাজুগুজু শিশির পাতায়
ভ্রমর ছন্দে গতি।
সোনালির সেই খড়ের ছাউনিতে
আজ ও প্রেমীদের দেখি,
প্রভাত কিরণ ফুটিয়ে তোলে
সোনালির মৃদু হাসি,
সোনালি ,সেই পবন খেলায়
আজও দৃশ্যে অভিমানী।
মৃদভেদী সবুজায়ন
সৃষ্টির সেই রাজা,
সোনালি মোদের জীবন প্রাণ
দিয়েছে সজীবতা ।
সোনালি ছাড়া প্রাণ অচল
একি বিধাতার খেলা,
সোনালির সেই গুনের খেলায়
আজও কৃষি মেলা।
ধন্য মোদের বসুন্ধরা
ধন্য মোদের কৃষকরা।